বিশেষ প্রতিবেদন
গাজীপুর, ৭ আগস্ট ২০২৫: নৃশংসভাবে হত্যার শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজার সময়সূচী ঘোষণা করা হয়েছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মেডিকেল রোডে।
জানা গেছে, সাংবাদিক তুহিনের প্রথম জানাজা আগামীকাল শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
দ্বিতীয় জানাজা আগামীকাল শুক্রবার বাদ আসর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মেডিকেল রোডে অবস্থিত নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হ*ত্যা করা হয়। এই ঘটনায় সাংবাদিক মহল ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।