দুর্গাপুরে বিএনপি, জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত
মোঃ শাহিনুর রহমান আকাশ
বার্তা সম্পাদক সাপ্তাহিক তদন্ত রিপোর্ট
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী দুর্গাপুরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় আলাদা আলাদা ভাবে বিজয় র্যালি, গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪ টার দিকে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে উপজেলার জিয়া চত্তর থেকে এক বিজয় মিছিল বের করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বিজয় মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্তরে গিয়ে মিলিত হয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা বিএনপি'র সভাপতি কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হোসেন আলী শাহ্, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপির সদস্য গোলাম মর্তুজা, মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ফারুক সুমন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, ২ নং ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম আজম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয় ও সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য জেমস, জেলা যুবদলের সদস্য মাসুম রানা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন ও সদস্য সচিব মুনছুর রহমান, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবু কালাম ও সদস্য সচিব রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ ও সদস্য সচিব আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আহসান হাবিব, জেলা যুবদলের সদস্য রেন্টু, জেলা যুবদলের সদস্য মিনহাজ্ব, জেলা যুবদলের সদস্য ফারুক, জেলা যুবদলের সদস্য শহিদ, জেলা যুবদলের সদস্য মজনু, উপজেলা যুবদলের সাবেক সদস্য রাকিব, উপজলা তাতীদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাকিব, যুগ্ন-আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, আল সাইফ জীবনসহ দূর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।