দাফনের আগেই পালালেন শেখ হাসিনা: তোফাজ্জল হ,ত্যা,র এক বছর
বিশেষ প্রতিনিধিঃ পুলক শেখ | ভালুকা, ময়মনসিংহ
৫ আগস্ট ২০২৫ | মঙ্গলবার
আজ ৫ আগস্ট ২০২৫ বাংলাদেশে গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। এই দিনে স্মরণ করা হচ্ছে রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনের নির্মম হত্যাকাণ্ড, যার দাফনের আগেই দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৪ সালের ৪ আগস্ট বিকালে গাজীপুরের শ্রীপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে যোগ দেন তোফাজ্জল। সন্ধ্যায় মিছিলটি ভালুকার মাস্টারবাড়ী এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে পপুলার ক্লিনিকে, পরে শ্রীপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাতেই লাশ থানায় হস্তান্তর ও সুরতহাল শেষে পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে। ৩৬ জুলাই বিকালে কেন্দুয়ার পিজাহাতি গ্রামে দাফনের প্রস্তুতির সময়ই খবর ছড়িয়ে পড়ে, শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে স্বস্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিহতের মা মামলা করতে অস্বীকৃতি জানান। পুলিশও ঘটনাস্থল নির্ধারণে দীর্ঘ সময় নেয়। আওয়ামী লীগপন্থী দুই নেতা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে অভিযোগ প্রত্যাহার করেন। পরে ২১ মার্চ ২০২৫, সিডস্টোর গ্রামের যুবক শরিফ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে প্রধান আসামি করে ২৪৫ জনের বিরুদ্ধে ভালুকা থানায় হত্যা মামলা করেন।
নিরাপত্তা শঙ্কায় তোফাজ্জলের পরিবার শ্রীপুর ছেড়ে কেন্দুয়ার গ্রামের বাড়িতে চলে যায়। ভালুকা থানার ওসি হুমায়ুন কবির জানান, সাবেক এমপি সহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রধান আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এক বছর পরও সেই রাতের রক্তাক্ত স্মৃতি আজো তাজা একটি মৃত্যুর মধ্য দিয়ে এক জাতির প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে তোফাজ্জল হোসেন।