খাবারে মুরগীর পালক
ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে আজ তারুণ্যের কন্ঠে,জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫নঅনুষ্ঠিত হয়
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে আজ তারুণ্যের কন্ঠে,জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটিতে খাবার সরবরাহ করেন নবাব বিরিয়ানি হাউজ ।
৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও ঢাকা, নোয়াখালী ও দেশের বিভিন্ন স্থান থেকে অতিথিরা আসেন। খাবারের প্রতিটি প্যাকেটে মুরগি র পালক, লোম, রাইচ আধা সিদ্ধ, ও নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এমন অভিযোগ করেন নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সভাপতি জিয়াউদ্দিন, তিনি জানান মেনে নিতেই কষ্ট হচ্ছে
জুলাই সম্পর্কীত এমন বড় একটি পোগ্রামে এমন নিম্নমানের খাবার কি ভাবে দিলো তারা। খাবারে মুরগির পালক খেয়ে অনেক শিক্ষার্থীর সাথে সাথে বমি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি, প্রশাসনের প্রতি আহবান জানান বিষয় টি দেখার জন্য তারা কি ভাবে এমন নিন্ম মানের খাবার পরিবেশন করলেন।