চট্টগ্রাম লোহাগাড়া সাতকানিয়া প্রতিনিধি
বিগত ০৩/০৪/২০২৫ তারিখে রাত ১২:৩০ ঘটিকায় ইব্রাহিম রুবেল নামের এক ব্যক্তি তার কিছু গুন্ডাবাহিনী সাথে নিয়ে নুরুল আমিনের বাড়ির দরজা ভেঙ্গে অবৈধ অনুপ্রবেশ করে
নুরুল আমিনকে না পেয়ে বাড়ির ভিতরে ভাঙচুর চালায়। নুরুল আমিনের স্ত্রীজানতে চাইলে তোমরা কারা। তখন এরা
তাহাকে গলায় চুরি ধরে বাড়ির অভার ড্রপের তালা ভেঙ্গে এক লক্ষ হাজার৩৫ হাজার ক্যাশ টাকা ও ১২ আানা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। এবং তাহার এসএসসি পরীক্ষা দেওয়া ছেলেটি তাদের কাছে যাইতে চাইলে তাকেও লাথি মারে। ভুক্তভোগীর ফ্যামিলিকে জিজ্ঞাসা করলে এরা শঙ্কায় কতজন ছিল
ভুক্তভোগীর স্ত্রী বলেন বাড়ির ভিতরে চারজন প্রবেশ করে আরো ৭/৮ জন বাহিরে আঙ্গিনায় ঘুরাঘুরি করেছিল। ভুক্তভোগী নুরুল আমিনের।
ছেলেরা যখন চিল্লাপাল্লা করে তখন আশপাশের লোক আগেই আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানায় পার্শ্ববর্তী লোকেরা। নুরুল আমিনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনা ০৪ নং ওয়ার্ড। সন্ত্রাসীর চোর ইব্রাহিম রুবেলের বাড়ি একেই গ্রামের কুল পাগলীর দক্ষিনে আশ্রয়ন প্রকল্প। সে নিজেকে আাধুনগর ইউনিয়ন বিএনপি'র অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক দলের
সভাপতি দাবি করে আসছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দলের দাবি নিয়ে দলের অভ্যন্তরীণ
এবং সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।
অনেকের মতে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং পদ অধিকারীদের সম্পর্কে স্ট্রংলি ব্যবস্থা নেওয়া দরকার। কারণ তার বিরুদ্ধে চট্টগ্রাম ক্রিমিনাল কোর্ট মামলা হয়েছে।
ইব্রাহিম রুবেল মামলার ১নং আসামি সি আর মামলা নাম্বার ১৯৫/২০২৫ইং এতে বাদি আশাবাদী সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে এবং বহিষ্কার করার জোর দাবি বাদীর তাহার দিঢ় বিশ্বাস তাহাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিবেন