রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ে কামরুল ইসলামের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব নেওয়াতে এলাকাবাসী আনন্দীত।
মো: আমিন লোহাগাড়া সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আদধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা ০৪নং
ওয়ার্ডের কৃতি সন্তান।
তিনি বাংলাদেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান GPH Ispat
Ltd র Finance and business development department]সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ কামরুল ইসলাম
FCA রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা
(এডহক)কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। স্থানীয়রা আশাবাদ প্রকাশ করে বলেন
ওনার হাত ধরে ওই বিদ্যালয়ের শিক্ষার মান ও
অবকাটামোর উন্নয়নের ধারা আরো উন্নতির দিকে অগ্রসর হবে বলে মনে করেছেন।
উনার পিতা জনাব গোলাম কাদের একজন প্রাথমিক বিদ্যালয়ের
প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি অত্যন্ত গুরুত্বসহকারে দায়িত্ব পালন করে সম্মানের সহিত retard চলে যান