যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘রক্তাক্ত মুন্সীগঞ্জ দিবস’
আরাফাত ভূঁইয়া শান্ত
জেলা,প্রতিনিধি,মুন্সীগঞ্জ
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘রক্তাক্ত মুন্সীগঞ্জ দিবস’।
সকালে উত্তর ইসলামপুর কবরস্থানে পাশাপাশি শায়িত ৩ শহিদের কবরের সামনে দাড়িয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে ‘রক্তাক্ত মুন্সীগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা। দুপুর আড়াইটায় বৃক্ষ মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। রেমিট্যান্স যোদ্ধা সংক্রান্ত সভা হবে দুপুর ৩ টায়। ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হবে বিকাল ৪ টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন ও মঞ্চনাটক ‘নির্যাস’ মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে।
প্রসঙ্গত; ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে শহরের উত্তর ইসলামপুর এলাকার ৩ জন নিহত হন। এছাড়া ১৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় নিহত হন আরও ১৩ জন।
মুন্সীগঞ্জে ৪ আগস্টে নিহতরা হলেন- আলী আকবর মোল্লার পুত্র শ্রমিক সজল মোল্লা (৩১), মতিন ফরাজীর পুত্র শ্রমিক রিয়াজুল ফরাজী (৩৮) ও সিরাজ সরদারের পুত্র শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২)।
গত ১৯ জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহিদ স্মরণে উত্তর ইসলামপুর এলাকায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ’ কার্যক্রম শুরু হয়। এরপর ২৭ জুলাই শহীদদের স্মরণে শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।