মাদরাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে জামায়াত মনোনিত প্রার্থীর বিজয়
মিনারুল ইসলাম (স্টাফ রিপোটার পাবনা): ৪আগস্ট সোমবার পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় লক্ষীপুর ইউনিয়ন বাওইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটি নির্বাচন মাদরাসা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আটঘরিয়া উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের পর্য্যেবেক্ষণে প্রিজাইডিং অফিসার রোকনুজ্জামের সার্বিক সহযোগিতায় সুন্দর ভাবে নির্বাচনের কাজ সম্পন্ন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে ৫ জন প্রার্থীর মধ্যে ৪জন জামায়াত মনোনিত প্রার্থী বিজয় লাভ করে।