ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে
তৃণমূলের রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী জেলা শাখার আয়োজনে আজ রোববার ৩ আগস্ট ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে তৃণমূলের আগামী রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান । ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জেড আই কামাল ।
বক্তব্য রাখেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম শিমুল, মোশাররফ হোসেন মজুমদার পিন্টু, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দোলন প্রমূখ। এসময় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময়ই প্রস্তুত। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আগামী বা;লাদেশ গড়ার লক্ষ্যে ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।