দীর্ঘ সাত মাস পর নিজ জন্মভূমিতে আবু হোসেন বাবু।
আজিজুর রহমান খুলনা জেলা প্রতিনিধি।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু হোসেন বাবু দীর্ঘ সাত মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। তাকে এক নজর দেখার জন্য খুলনা জেলা বিএনপির নেতাকর্মীগণ ও উৎসুক জনতার ভিড় লেগেই থাকছে তার নিজস্ব বাসভবনে। তিনি একজন কর্মীবান্ধব নির অহংকার স্বচ্ছ রাজনীতিবিদ হওয়ায় তিনি সকলের কাছে প্রিয় একজন ব্যক্তি।
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের হামলা মামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে বিপদে আপদে নেতাকর্মীদের পাশে থেকে নিজেকে নিয়ে গেছেন রাজনৈতিক অনন্য উচ্চতায়। তাই তিনি সকল নেতাকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়ভাজন। তার শূন্যতায় নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাইতো তার ফিরে আসাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করতে নেতাকর্মীদের ভিড় লেগেই আছে। তারইধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলা বিএনপি গতকাল সন্ধ্যায় তার সাথে সাক্ষাৎ করে তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু সহ দিঘলিয়া উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ ।