আশুলিয়ায় যৌথ বাহিনীর অ,ভি,যান, অ,স্ত্র-মা,দ,কসহ আ,ট,ক ৮
নাদিম হাসান শিশির,বিশেষ প্রতিনিধি:আশুলিয়া
ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও মাদকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল থেকে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, একজন অস্ত্র মামলার পলাতক আসামি এবং কয়েকজন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য রয়েছেন।
অভিযানে ২০টিরও বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. আল আমিন মণ্ডল, জুনায়েদ হাসান জুনু, রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন ও নুরুল হক।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।