ই,য়া,বা সেবনের সময় হাতেনাতে ধরা, যুবকের তিন মাসের কা,রাদ,ণ্ড
হেলাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি,নালিতাবাড়ী
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা পড়ায় আকাশ (২৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে একশত টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
আকাশ শহরের ছিটপাড়া মহল্লার আব্দুর রশিদের ছেলে।
গত রোববার (৩ আগস্ট) রাতে নালিতাবাড়ী শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ। এ সময় সে ইয়াবা সেবন করছিল বলে জানিয়েছে পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সোমবার (৪ আগস্ট) দণ্ডপ্রাপ্ত আকাশকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।