শ্রীমঙ্গল থানার ৩ পুলিশকে বিদায়ী সংবর্ধনা
আবদাল মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশ সদস্য মো: নুরুল ইসলাম ও মো: কামরুজ্জামান কাজল এর অবসরজনিত এবং কনস্টেবল অনিল কান্তি চাকমা’র বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (৩ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসআই মুহিবুর এর সঞ্চালনায়, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ দায়িত্বরত এসআই এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সংবর্ধিতরা দায়িত্ব পালনকালীন সময়ে আন্তরিকতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। আশাকরি সর্বক্ষেত্রে তারা দায়িত্বশীলের পরিচয় বহন করবেন।