শিবগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে ৩জন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- শহিদুল ইসলাম পল্লব।
আজ ০৩ আগস্ট ২০২৫ খ্রি. শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় মাদকের বিরুদ্ধেমোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মো: তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
এসময় পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুরের বাজিতপুর ও কানসাটের আব্বাসবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুইজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই সাথে প্রায় ৩কেজি পরিমাণ মাদক উদ্ধার করা হয়।এই ঘটনায় অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে।
মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন, শিবগঞ্জ বদ্ধপরিকর।