প্রেসক্লাব পাবনার উদ্দোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও খাদ্য বিতরণ
মিনারুল ইসলাম (স্টাফ রিপোর্টার পাবনা): প্রেসক্লাব পাবনার উদ্দোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পথচারীদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব পাবনার যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রন্জু শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, গণধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নবীর উদ্দিন প্রমুখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাবনার সহসভাপতি শফিউল আলম দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক হুজ্জাতুল্লা হীরা, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক আল কামাল, দপ্তর সম্পাদক হুমায়ূন রাশেদ , তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুন্নবী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইকবাল হোসেন, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, ক্রিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক জীবন কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ফারুক হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
এরপর প্রোগ্রাম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অধ্যাপক রফিকুল ইসলাম । অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নিয়ে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।