1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় হত্যা মাম,লার আসামি ও শীর্ষ মা,দক কারবারি যুবলীগ নেতা গ্রে,প্তার সরকারি খেলার মাঠ দখলের প্রতিবাদে তারাকান্দি গ্রামবাসীর মানববন্ধন পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছায় বরণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ (৫০শয্যা) বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৩ জন কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিঘীরপাড় অভয় চরন বিদ্যানিকেতনের নবনির্বাচিত সভাপতি ওয়ালীউল্লাহ খানকে গণসংবর্ধনা শিবগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে ৩জন মা,দক ব্যবসায়ীকে কা,রাদণ্ড প্রদান। শ্রীমঙ্গল থানার ৩ পুলিশকে বিদায়ী সংবর্ধনা শ্রীমঙ্গল থানার ৩ পুলিশকে বিদায়ী সংবর্ধনা এস এস সি ২০০০ ব্যাচ এর ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

নান্দাইলে যুবককে কু,পি,য়ে জ,খম- নগদ অর্থসহ চেইন লু,ট, থানায় অ,ভিযো,গ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নান্দাইলে যুবককে কু,পি,য়ে জ,খম- নগদ অর্থসহ চেইন লু,ট, থানায় অ,ভিযো,গ

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের হাটশিরা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফারুক মিয়া (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও চার ভরি ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত ফারুক মিয়া চর কামটখালী গ্রামের মৃত মজিবুর রহমান ও মোছা. সুফিয়া খাতুনের ছেলে। তিনি জানান, গত ২২ জুলাই রাত ৯টার দিকে দেওয়ানগঞ্জ বাজার থেকে কাঁচাবাজার করে ফেরার পথে হাটশিরা বাজার এলাকায় মিলন মিয়ার ফলের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসী মতিউর রহমান বাবুল (৩৮), বাদল মিয়া (৩০), ইসমাইল মিয়া (২২), হাবিবুর রহমান (২০), রামিম মিয়া (২০), রবিউল মিয়া (২৫) এবং আরও ৪–৫ অজ্ঞাতনামা জন তার উপর হামলা চালায়। অভিযুক্ত সকলেই চর কামটখালী গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

ভুক্তভোগী ফারুক মিয়ার অভিযোগ, প্রধান আসামী বাবুল রামদা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে কোপটি লক্ষভ্রষ্ট হয়ে তার ভ্রুর ওপরে লাগে। বাদল মিয়া লোহার রড দিয়ে তার কাঁধে আঘাত করে এবং অন্যান্য আসামিরা লাঠি ও কাঠের চেলা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলার এক পর্যায়ে বাবুল তার শার্টের পকেট থাকা নগদ টাকা এবং ইসমাইল মিয়া তার গলা থেকে রুপার চেইন ছিনিয়ে নেয়। এছাড়াও ইসমাইল মিয়া তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ফারুক মিয়া আরও জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নান্দাইল থানা পুলিশ সূত্রে জানা যায় , লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট