দিঘীরপাড় অভয় চরন বিদ্যানিকেতনের নবনির্বাচিত সভাপতি ওয়ালীউল্লাহ খানকে গণসংবর্ধনা
হোসেন হাওলাদার
স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিঘীরপাড় অভয় চরন বিদ্যানিকেতন-এর এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান-কে বিদ্যালয়ের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম মোশারফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, দীঘিরপাড় ইউনিয়ন বিএনপি। আরও উপস্থিত ছিলেন দীঘিরপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু কাউসার সোহেল, পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুমন হোসেন, এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মো. ফরিদ শাহ্।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়টির সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. আ. হাকিম দেওয়ান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনা গ্রহণকালে মো. ওয়ালীউল্লাহ খান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সকলেই নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।