কবিতার নাম: জনতার কণ্ঠে সত্যের আলো
লেখক: মোঃ আবদুল মোতালেব
সত্যের পথে চলি আমরা নির্ভীক,
অন্ধকারে জ্বালি আলোর প্রদীপ।
মিথ্যার দেয়াল ভেঙে দিই রোজ,
ন্যায়ের পথে করি সাহসী খোঁজ।
তদন্ত রিপোর্ট—নির্ভরতার নাম,
জনতার পাশে জনতারই কাম।
অন্যায়ের শৃঙ্খল ছিঁড়ে যায় দূর,
ন্যায়ের বাণী ছড়ায় দেশজুড়।
আমরা লিখি সত্যের গল্প প্রতিদিন,
সাহসী কলমে জেগে উঠে বিবেকের দিন।
জনতার কণ্ঠে তুলি ন্যায়ের ডাক,
তদন্ত রিপোর্ট—বিশ্বাসের থাক।