কক্সবাজারে ১২/১৩বছরের অ,জ্ঞা,ত কিশোরের লা’শ উ,দ্ধা,র
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
আজ ৩/৮/২০২৫ তারিখ সকাল ৮টায় রশিদনগর ও ভারুয়াখালী সীমানার কাছাকাছি (জেটি রাস্তায়)একটি পাহাড়ি এলাকায় ১২/১৩ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি একটি টমটম চালক ছিল।
লা’শের কিছুটা দূরে পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত টমটম পাওয়া গেছে, যার পেছনে “সোহেল” নাম লেখা আছে। নি’হত কিশোর কে নৃশংসভাবে হ/ত্যা করা হয়েছে — গলায় ফাঁ’স দেওয়া হয়েছে এবং শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।