এস এস সি ২০০০ ব্যাচ এর ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।
হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বাশহাটী উচ্চ বিদ্যালয়ে এস এস সি ২০০০ ব্যাচের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।বাশঁহাটী উচ্চ বিদ্যালয়েের সিনিয়র শিক্ষক আহম্মদুল হক খন্দকারের সভাপতিত্বে এবং ২০০০ ব্যাচের শিক্ষার্থী নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মতামত পেশ করেন সিনিয়র শিক্ষক রিপন ও আনোয়ার হোসেন বাবুল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিকতার পরপরই যেসমস্ত শিক্ষকমন্ডলী, ছাত্র ছাত্রী ও পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকাকালীন ব্যক্তিবর্গ ইতিমধ্যে পরলোকগমণ করেছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। ২০০০ ব্যাচের পক্ষ থেকে রুবেল, কাকলী,পারভেজ,শাহীন, আজিজুল, সুমন,রাসেলসহ আরও অনেকেই ২৫ বছর আগে ফেলে আসা সেই সেনালী দিনগুলোর কথা স্মরণ করে স্মৃতিচারনমূলক বক্তব্যে তা উপস্থাপন করেন।পাশাপাশি বক্তারা তাদের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীসহ যাঁরা বাশহাটী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শ্রম দিয়ে, মেধা দিয়ে ও সার্বিক সহযোগিতা করে এমনকি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদে নিয়োজিত থেকে ইতিমধ্যে পরলোকগমন করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আত্মার মাগফিরাত কামনা করেন। সাবেক শিক্ষার্থীরা তাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত মোসলেম উদ্দিন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শ্রেণীকক্ষে স্যারের রেখে যাওয়া আমানত “নামাজ বেহেশতের চাবিকাঠি, নামাজ ছাড়া কোন মানুষ বেহেশতের আশা করতে পারেনা এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধকরণের বিষয়টি অশ্রুসিক্ত নয়নে তুলে ধরেন।সাবেক ও প্রয়াত শিক্ষক মন্ডলী সহ পরিচালনা পর্ষদের ব্যক্তিবর্গ এবং কর্মরত শিক্ষকদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ২০০০ ব্যাচের শিক্ষার্থী সুমন। আগামীতে আরও ভালো কিছুর প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।