এনায়েতপুর বাজার উচ্চ বিদ্যালয়ে এডহক ম্যানেজিং কমিটি পরিচিতি অনুষ্ঠান
মোঃ মাহবুবুল আলম । বিভাগীয় ব্যুরো প্রধান ,ময়মনসিংহ।
৩১/০৭/২০২৫ ইং তারিখে ময়মনসিংহ জেলার ,ফুলবাড়িয়া থানার ,এনায়েতপুর বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ম্যানেজিং এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠান। বিদ্যালয়টির মিলনায়তনে সকাল ১১ টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ ফাহিম ইসলাম শিশির। অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মোশাররফ হোসেন এবং গীতা পাঠ করেন অনন্যা। নব নির্বাচিত কমিটির সভাপতি অন্যান্য সদস্যদের আসন গ্রহণের পর সভাপতি কে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সহকারী শিক্ষক সফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং এনায়েতপুরের সভাপতি, ফুলবাড়িয়া বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব, আব্দুল মতিন সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন এডহক কমিটিতে যারা ছিলেন তারা হলেন
সভাপতি মোঃ হাবিবুর রহমান ।
অভিভাবক সদস্য জিয়াউর রহমান ।
সাধারণ শিক্ষক সদস্য মোঃ আব্দুর রাজ্জাক ।
সদস্য সচিব মোঃ আব্দুল মালেক।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিগণ শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিক মনোযোগ ,অভিভাবকের সচেতনতা ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে আহবান জানান। একাডেমিক ভবন নির্মাণ ,মানসম্মত পাঠদান, এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি সামনের দিকে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।