২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় বিএনপির সমাবেশ
মোঃ সোহেল রানা
জেলা প্রতিনিধি, ঢাকা
। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।আরো ছিলেন মহানগর উত্তর বিএনপির অঙ্গ সংগঠন। ছিলেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছিলেন মহানগর উত্তর ২৬ টা ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
পরে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আগামী এক বছরের মধ্যে তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য ক্রমে কিছু করা সম্ভব হয় নাই। কোন তালিকা করাও সম্ভব হয়নি। সরকার এইগুলো কিছু করে নাই। তিনি আরো বলেন কিছুদিন আগে আমেরিকা বাংলাদেশের উপর ট্যারিফ জারি করেছে। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে, এটা কোনভাবে মেনে নেওয়া যায় না। তিনি সরকারের উদ্দেশ্যে আরো বলেন আগামী ফেব্রুয়ারির ভিতরে যেহেতু নির্বাচন হয়।
তিনি আরো বলেন গত এক বছর আগেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিরাট এক ফ্যাসিবাদী আওয়ামী সরকার থেকে মুক্তি পেয়েছি। তাদের ভবিষ্যতে বাংলার মাটিতে আর আসতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন জুলাইয়ে জাফরের মা, মুক্তের বাবা তাদের ছেলেদেরকে হারিয়েছি। তাদের ছেলেদের নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিলো,কিন্তু আর স্বপ্ন পূরণ হয় নাই। এই বাংলার মাটিতে সবার অধিকার ফিরিয়ে দিতে, হবে ন্যায়বিচার থাকবে। জনগণ বিএনপির উপর আস্থা আছে আস্তা থাকবে সেই বিশ্বাস ধরে রাখতে হবে। নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন।