হারুন অর রশিদ খান মুন্নুর ৮ম মৃ,ত্যু,বার্ষিকী আজ: জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
মোঃ আব্দুল জলিল পাশা
উপজেলা প্রতিনিধি
সাটুরিয়া মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক আফরোজা খানম রিতা–র পিতা, বিএনপির সাবেক মন্ত্রী, মুন্নু মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ হারুন অর রশিদ খান মুন্নুর আজ ৮ম মৃত্যুবার্ষিকী।
শিল্পখাতে অগ্রণী ভূমিকা রাখা এই মহান ব্যক্তি ছিলেন একজন সাদা মনের মানুষ, শিক্ষা ও উন্নয়নের এক নিরলস অনুরাগী। তাঁর হাত ধরেই মানিকগঞ্জ জেলার উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। আজ তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ ধরে রেখে এগিয়ে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা আফরোজা খানম রিতা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়েছে।