স্ত্রী-মায়ের দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে আ,ত্ম,হ,ত্যা করলেন এক যুবক
হেলাল উদ্দিন,উপজেলা প্রতিনিধি,নালিতাবাড়ী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নূর হোসেন (২৫) নামের এক যুবক। তিনি এক সন্তানের জনক।
এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে একই ইউনিয়নের ঘাকপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নূর হোসেনের। তবে বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার মায়ের বিরোধ লেগেই থাকত। মাঝখানে পড়ে মানসিক চাপে থাকতেন নূর হোসেন। পরিবারের দিক সামলাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। জানা গেছে, আর্থিক সংকট ও দেনা-পাওনা নিয়েও কিছুটা চাপের মধ্যে ছিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিজ গ্রামে ফিরে আসেন নূর হোসেন। স্ত্রী সুমাইয়াকে বিদায় জানিয়ে চলে আসেন তিনি। এতে সন্দেহ হলে সুমাইয়া তার বাবার মাধ্যমে খোঁজ নিতে বলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার বাবা শামছুল হক ঘরের জানালার পাশে একটি হাতে লেখা চিরকুট দেখতে পান, যেখানে স্ত্রীকে উদ্দেশ করে ক্ষমা চাওয়া ও একমাত্র কন্যাশিশুর ভবিষ্যতের জন্য দুঃখপ্রকাশ করা হয়। চিরকুটে দেনা-পাওনার বিষয়টি মেটাতে বাবার প্রতি অনুরোধ জানানো হয়, তবে আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি তিনি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে।