শ্রীমঙ্গলে আধুনিক পার্টনার কংগ্রেস ২০২৫ সেমিনার পালিত হয়।
আবদাল মিয়া
মৌলভীবাজার জেলাপ্রতিনিধি,
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে পার্টনার কংগ্রেস-২০২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল পৌরসভার অডিটোরিয়াম কৃষকদের নিয়ে পালিত হয়েছে পার্টনার কংগ্রেস ।
বুধবার (৩০শে জুলাই) উপজেলার পৌরসভার অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভায় হয় এতে সভাপতিত্বে করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো:আললাউদ্দিনও সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন উনার বক্তব্যে বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। সরকার কৃষি বান্ধব নীতিমালার মাধ্যমে কৃষকদের পাশে আছে এবং তাই গ্রামবৃত্তিক কৃষি কাজের জন্য ক্লাস শুরু করেছে এই পার্টনার কংগ্রেস এর মাধ্যমে যাতে করে কৃষি কাজ করে আরো উন্নয়ন করা যেতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে
জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মো:জালাল উদ্দিন এবং
মো: নাসির উদ্দিন অর্থ প্রকল্প সিনিয়র মনিটর অফিসার সিলেট,
বক্তব্য প্রদান করেন এই সময় উনারা বলেন
আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, জৈব ও ভারসাম্যপূর্ণ সার ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে কৃষকের উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষি হবে লাভজনক।
সেমিনারে মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ ও ফসল এবং শাক-সবজি উৎপাদন বিষয়ে কৃষকদের কৃষিতে সমৃদ্ধি হওয়ার ধারণা প্রদান করা হয়।