রাজশাহী নগর ভবনে বৃক্ষ মেলা।
সাখাওয়াহাসান বিজয়
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী নগর ভবনে বৃক্ষ মেলাতে অনেক আনান্দীত রাজশাহী বাসি এই মেলায়
মেলায় দেশি ও বিদেশি নানা প্রজাতির ফলগাছ ও ফুলের বিপুল সমাহার দেখা যাচ্ছে।
নার্সারি উদ্যোক্তাদের আশা, এখান থেকে গাছ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে চাষ করে পরবর্তীতে বাণিজ্যিকভাবে সফল বাগান গড়ে তোলায় আগ্রহী হবেন চাষিরা।
মেলায় সবচেয়ে নজর কেড়েছে দেরিতে ফল ধরার কাটিমন আম যা আম চাষিদেরকে বাণিজ্যিকভাবে ভালো লাভ দিতে শুরু করেছে।
ফুলপ্রেমীদের জন্যও রয়েছে এছাড়াও বাণিজ্যিকভাবে চাষযোগ্য জারবেরা গাঁদা রজনীগন্ধা ও গোলাপও ইত্যাদি রয়েছে মেলায়।
এই মেলা রাজশাহী ও দেশের অন্যান্য অঞ্চলের বাগানিদেরকে নতুন গাছ রোপণে উৎসাহী করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।মেলায় আসা দর্শনার্থীরাও গাছ সম্পর্কে জানছেন ও সংগ্রহ করছেন আগ্রহের সঙ্গে।
যদিও বৃষ্টির কারণে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে ব্যবসায়ীদের, তবুও তারা আশাবাদী যে, এই বৃক্ষ মেলা হবে সফল এবং বাণিজ্যিক দিক থেকেও ফলপ্রসূ।