রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত ইশরাত মমতারিন মুন — মান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন
মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
মাহবুবুজ্জামান সেতু,স্টাফ রিপোর্টার: রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইশরাত মমতারিন মুন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে মান্দা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে দলীয় নেতাকর্মীরা।
ইশরাত মমতারিন মুন একজন রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতীনের কন্যা।
নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় মুন বলেন, *“এই বিজয় শুধু আমার একার নয়, এটি আমার সহপাঠীদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। নেতৃত্ব মানে দায়িত্ব, আর আমি সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।”*
এদিকে মান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, *“ইশরাত মমতারিন মুনের বিজয়ে আমরা গর্বিত। ছাত্ররাজনীতিতে তাঁর এই অর্জন ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। তাঁর মেধা, নেতৃত্বগুণ ও আদর্শিক অবস্থান আমাদের দলের ভাবমূর্তিকেও সমৃদ্ধ করবে।”*
ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলেও মুনের এই সাফল্য প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, শিক্ষাঙ্গনের নেতৃত্বে একজন সচেতন, দায়িত্বশীল ও মেধাবী নারী শিক্ষার্থীর এগিয়ে আসা বর্তমান সময়ের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে।