1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী ৭আগষ্ট জমিয়তের দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান র্মসূচী – কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্রদল এর ছাত্রসমাবেশ সফল করার লক্ষে ঢাকার উদ্দেশ্যে জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদল। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন “রফিক ফাউন্ডেশন” তানোরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সেচ্ছা-সেবী সংগঠন “”ভলান্টিয়ার ফর সেনবাগ”” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জামায়াত নেতাকর্মীরা ফাঁসির ভয়ে দেশ ত্যাগ করেননি, বরঞ্চ নিশ্চিত সাজা জেনেও মীর কাসেম আলী ভাই দেশে ফিরে এসেছেঃ- এটিএম আজহারুল ইসলাম জুলাই শহীদদের স্মরণে সমাবেশ

মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন “রফিক ফাউন্ডেশন”

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন “রফিক ফাউন্ডেশন”

মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।

শনিবার ২ জুলাই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ২০২৫ ইং সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রফিক ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলার ১২৪ জন মেধাবী শিক্ষার্থীকে শনিবার দুপুরে এই সম্মাননা দেয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিক ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন (মাধ্যমিক ও শিক্ষা বিভাগ)। বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ সমিতি ঢাকা’র সভাপতি ও রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম। রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ ও বাট্টাজোর নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক,রহিমা সালাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিক,চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম,সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, রফিক ফাউন্ডেশনের পরিচালক এনায়েতপুর দরবার শরীফের খতিব মাওলানা মো.আবদুল আউয়াল, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.রফিকুল ইসলাম,সাবেক সুপার ছামিউল হক আনছারী,এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, কলকিহারা বাগাডুবি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, রফিক ফাউন্ডেশনের পরিচালক নুর ডায়াগনোস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আবদুল মতিন প্রমূখ।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদ বলেন,কোন শিক্ষার্থী যদি অর্থ সঙ্কটের কারনে ফরম ফিলাপ এবং বই কিনতে না পারেন তাহলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে রফিক ফাউন্ডেশনে আবেদন করতে পারবেন। অস্বচ্ছল সকল শিক্ষার্থীর যে কোন প্রয়োজনে রফিক ফাউন্ডেশন পাশে থাকবে। সেই সাথে প্রতিবছরই সকল মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হবে বলে জানান।

উল্লেখ্য থাকে যে, মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ২০০২ ইং প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন “রফিক ফাউন্ডেশন” । প্রতিষ্ঠার শুরু থেকেই অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে রফিক ফাউন্ডেশন।
এরমধ্যে অভাবী, দুর্ঘটনায় কবলিত আহত এবং অসুস্থ মানুষের পাশে দাড়াঁনো, বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, ত্রান সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, বিনামূল্যে সেলাই মেশিন বিতরন, বেকারত্ব দূরীকরনসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড করে আসছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদের নিজস্ব অর্থায়নে ২০০৪ সাল থেকে ঢাকায় একটি মাদ্রাসা, সর্দারপাড়া একটি মাদ্রসা ও টুপকারচর একটি মাদ্রাসাসহ একটি মসজিদ পরিচালিত হয়ে আসছে।

আরো তথ্য পাওয়া যায় যে, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ,বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ সামাজিক কর্মকান্ড করে আসছে ফাউন্ডেশনটি…

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট