ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড়ে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত
প্রতিবেদক: শাহজাহান আলী (সবুজ)
স্টাফ রিপোর্টার (👉পাবনা👈)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১ জুলাই ২০২৫ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোঃ রফিকুল ইসলাম শান্ত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সামিউল আলম খোকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিমুল হক সরকার এবং যুগ্ম আহ্বায়ক মোঃ সাহাদত হোসেন সোহাগ।
সভাপতিত্ব করেন যুবদল আন্ধারীঝাড় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহাদৎ হোসেন মন্ডল।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ইউনিয়ন পরিষদের সদস্য ও সমাজসেবক ডাক্তার মো: ফরহাদ ইসলাম।
এসময় নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখার তাৎপর্য তুলে ধরেন এবং জনগণের মাঝে তা প্রচারের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।