ব্রাক্ষ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি কে গণ সংবর্ধনা ও মত বিনিময় সভা
হোসেন হাওলাদার
স্টাফ রিপোর্টার ( মুন্সীগঞ্জ )
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাক্ষ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব:) মো: আবু বকর সিদ্দিক মোল্লা কে বিদ্যালয়ের পক্ষ থেকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরোমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ সুমনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক লোকমান হোসেন এর সঞ্চালনায়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব মাল, আতিকুর রহমান, মিজান মোল্লা,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন সবুজ, রুহুল আমিন শেখ,মো: সেলিম ছৈয়াল সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদবৃন্দ।
সংবর্ধনা গ্রহণ করে আবু বকর সিদ্দিক মোল্লা বলেন,বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো। আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করবো।
এসময় তিনি শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,আজকে থেকেই আমি ঘোষণা করছি এই বিদ্যালয়ে নেশাতো দূরের কথা সিগারেটও কেউ খেতে পারবেনা।