বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশনের ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
( চট্টগ্রাম)
বাংলাদেশ নূরানী নূরানী অ্যাসোসিয়েশন-একটি সুপ্রতিষ্ঠিত ও দ্বীনি শিক্ষা এশায়াতের প্রতিষ্ঠান,
যা নূরানী মাদরাসা, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা ও পারিপার্শ্বিক মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
এই ধারাবাহিকতায়, ফেনী জেলার নূরানী মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন, ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই আহ্বায়ক কমিটি অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে, ইনশাআল্লাহ।
আহ্বায়ক কমিটি, ফেনী জেলা শাখা।
১। আহ্বায়ক – হাফেজ মাওলানা আবু সাঈদ
২। যুগ্ম আহ্বায়ক – মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম
৩। সদস্য সচিব – মাও. কারী ফজলুর রহমান মতিপুরী
৪। সদস্য – মুফতি তাজুল ইসলাম
৫। সদস্য – হাফেজ মোঃ সাদ্দাম হোসেন – মারুফ
৬। সদস্য – মাওলানা রেদওয়ান উল্লাহ ইউসুফী
৭। সদস্য – হাফেজ মোঃ আবদুর রহমান
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
মাওলানা মাহমুদ মাদানী
সভাপতি: বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন
মাওলানা আলাউদ্দিন
সহ সভাপতি: বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন
হাফেজ আফসার উদ্দিন
সাংগঠনিক সম্পাদক: বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন
নতুন আহ্বায়ক কমিটির সকল দায়িত্বশীলকে
আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আশা করি, এই কমিটি আন্তরিকতা, নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে দায়িত্ব পালন করবে এবং ফেনী জেলায়
বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন সাংগঠনিক কার্যক্রমকে সুশৃঙ্খল ভাবে অগ্রগতি সাধন করাবে, ইনশাআল্লাহ।
সকলের জন্য দোয়া ও সহযোগিতা কামনায়।
মাওলানা মাহমুদুল হাসান মাদানী
সভাপতি : বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন