*বনপাড়ায় সেনা অভিযানে বাংলা ম,দ ও ম,দ তৈরির উপকরণসহ আ,ট,ক ১*
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার দক্ষিণ গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বাংলা মদ ও মদ তৈরির উপকরণসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম লিন্টু গোমেজ (৪৪), পিতার নাম মৃত আন্তনী গোমেজ।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল তার বাসায় অভিযান চালায়। অভিযানে ৪ লিটার প্রস্তুতকৃত বাংলা মদ এবং আনুমানিক ৪০ লিটার মদ তৈরির কাঁচামাল ও উপকরণ উদ্ধার করা হয়।
লিন্টু গোমেজ তার নিজ বাসায় দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় মদ তৈরি ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন। অভিযানের সময় বাড়ির একাধিক কক্ষে প্লাস্টিকের ড্রাম, খড়ি ও বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়, যা দিয়ে বাংলা মদ তৈরি করা হতো।
“মাদক নির্মূলের লক্ষ্যে যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়রা সেনা অভিযানের প্রশংসা করে জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে সেনা অভিযানের এমন পদক্ষেপ জনমনে শান্তি ও শৃংঙ্খলা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাটোর জেলার বিভিন্ন অঞ্চলে সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।