ফেনী রাজবাড়ী ঠিক পশ্চিম পাশে এ পুকুরটি সংস্কার করা অতি জুরুরি।
মোহাম্মদ হানিফ ফেনী সদর উপজেলা প্রতিনিধি
( চট্টগ্রাম)
ফেনী জেলা প্রশাসক ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। ফেনী রাজবাড়ী ঠিক পশ্চিম পাশে এ পুকুরটি সংস্কার করা অতি জুরুরি।
ফেনী রাজবাড়ী ঠিক পশ্চিম পাশে এ পুকুরটি এক সময় ভূমিদূ-স্যদের চোখে পড়েছিল। তারা আশা করেছিল এই পুকুরটি ভরাট করে এখানে মার্কেট নির্মাণ করবে। কিন্তু সরকারি সম্পত্তি যেন তেন ব্যবহার করা যায় না ।
বিগত সরকারের আমলে পুকুরটি পরিষ্কার করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছিল।
সম্ভবত তৎকালীন এসিড্যান্ট, আব্দুল্লাহ আল মামুন, লিখন ভৌমিক, এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কিন্তু অতি দুঃখের বিষয় ইতিমধ্যে দেখা যাচ্ছে পুকুরটিতে কচুরিপানা ও বিভিন্ন ধরনের আবর্জনায় ভরে গেছে । যে কারণে মানুষ গোসল করতে পারছে না ।
পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াতে রাত দিন মানুষ দেখেছি ব্যবহার করতে, হোটেলের পানি নিতে, সবাই মিলে গোসল করতে দেখেছি। আহ দেখে কত আনন্দ লেগেছে। শহরে আগুন লাগলে এই পুকুরটির পানি অতি গুরুত্বপূর্ণ।
আজ দেখলাম পুকুরটি পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে শ্রী হারিয়ে গেছে ।
গন-মানুষ পুকুরটি এখন আর ব্যবহার করছে না। ফেনাগুলো ফেলে দিলে সংস্কার করলে মৎস উৎপাদনের সহজ মাধ্যম হবে বলে আশা করি।
পাশাপাশি মশার উৎপাত বন্ধ হবে। পরিবেশটা সুন্দর থাকবে।