পরশুরাম উপজেলা মু,ক্তি,যোদ্ধা কমপ্লেক্সে আ গুন,
আ,ট,ক ১
এম,এ,করিৃম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী।
১ আগস্ট (শুক্রবার) দুপুর ২ টার দিকে ফেনী- পরশুরাম সড়কের সমিতি রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
পরশুরাম উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তালাবদ্ধ ভবনটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে রহস্যজনক ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এসময় স্থানীয়দের মধ্য আতংক- উৎকন্ঠা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলার একটি কক্ষের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। তারা বিষয়টি থানায় জানালে পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন।
পরে উপজেলা ফায়ার স্টেশন অফিসার মো মোস্তাফিজুর রহমান দমকল বাহিনী নিয়ে সেখানে পৌঁছেন। দমকল বাহিনীর সদস্যরা আধুনিক যন্ত্র ব্যবহার করে কলাপসিবল গেইটের দুইটি তালা কেটে গেইট খুলে দেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ভিতরে প্রবেশ করেন। এসময় ভবনটির আশপাশে বিপুল উৎসুক জনতা ভীড় করেন। একই সময় উপস্থিত হন সিনিয়র সহকারি পুলিশ সুপার(ছাগলনাইয়া সার্কেল) তসলিম হুসাইন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রতিটি কক্ষ তল্লাশি করেন। বিভিন্ন কক্ষের আসবাবপত্র, টয়লেটের বেসিন ভেঙ্গে রয়েছে । আলমারি, কেবিনেটের ড্রয়ার খোলা পড়ে আছে। জেনারেটর, ফ্যান,লাইট ও ইলেকট্রনিক সামগ্রী খুলে নিয়ে গেছে। কক্ষের এখানে সেখানে মাদক সেবনের বিভিন্ন উপকরণ পড়ে আছে। নিচতলার পূর্বপাশের একটি জানালার গ্রিল কাটা। সেখানে দিয়ে দুর্বৃত্তরা এই ভবনের বিভিন্ন কক্ষে অবস্থান করতো ও মাদক সেবন করতো। পরে স্থানীয়দের সহায়তায় ৩য় তলার টয়লেটের ফলস ছাদের উপরে লুকিয়ে থাকা এক কিশোরকে আটক করে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।
এ সময় পুলিশ একজন কিশোরকে আটক করে, কিশোরের নাম মো এছহাক(১৬)।সে ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কিশোর এছহাক জানায়, সে চুরি করতে এখানে প্রবেশ করেছিল। ৪র্থ তলায় টয়লেটের কক্ষে বৈদ্যুতিক তার জড়ো করে আগুন দিয়েছিল সে। প্লাস্টিকের কভার পুড়ে গিয়ে তামার তার নিয়ে যেতে সে এখানে এসেছিল। সে জানায়, ইলেকট্রনিক্স দোকানে এগুলো বিক্রি করে সেই টাকায় ধূমপান করতো। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
চিথলিয়ার মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভুতু জানান, ৫ আগস্টের পরে কমপ্লেক্স ভাঙচুর করা হয়। এখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরশুরাম মডেল থানার ওসি(তদন্ত) মাকসুদ আহমেদ জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।