তৃণমূল শক্তিশালীকরণে চকরিয়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল্লাহ আল-মামুন (ক্রাইম রিপোর্টার)
১ আগস্ট ২০২৫ তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে চকরিয়া উপজেলা বিএনপি একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। বুধবার বিকেল ৫টায় চকরিয়ার উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব এনামুল সাহেবের বসভবনে আয়োজিত এই সভায় চিরিংগা, বরইতলী ও হারবাং এই ৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক। তিনি বলেন, “বর্তমান দুঃসহ রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চূড়ান্ত বিজয় তৃণমূল থেকেই শুরু হবে।”
বিষেশ অতিথির বক্তব্যে উপজেলা সদস্য সচিব এম মোবারক আলী বলেন আমরা দলের জন্য নেতা তৈরি করবনা নেতা তৈরি করব জনগনের জন্য ।
সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম-আহবয়ক প্রফেসর মনজুর আলম,উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওমর আলী, ফাঁসিয়াখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক দানবীর কুতুবউদ্দিন সওঃ,,চিরিংগা ইউনিয়ন বিএনপির আলী আহমদ মেম্বার, কাকন,তারেক,বরইতুল ইউনিয়ন বিএনপি’র জালাল শিকদার, এ্যঃ ইমু, হারবাং ইউনিয়ন বিএনপির আজিজুর রহমান, রুবেল শিকদার, মিল্কি সহ উপজেলা ও ইউনিয়নে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “আসন্ন আন্দোলন সংগ্রাম ও নির্বাচনে সফলতা অর্জনের জন্য প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কাঠামোকে অবশ্যই মজবুত করতে হবে।”
সভায় ইউনিয়নভিত্তিক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় ।