কক্সবাজার জেলা প্রেসক্লাবের আয়োজনে মৌসুমি ফল উৎসব
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজার জেলা প্রেসক্লাবের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ‘মৌসুমি ফল উৎসব’।
১ আগস্ট (শুক্রবার) বিকেলে
কক্সবাজার শহরের শহিদ স্মরণিস্থ হোটেল নিরিবিলিতে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ ছিল রকমারি ফলের সমাহার ও সৌরভে মুখরিত। জেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত
এই মৌসুমি ফল উৎসবে বিভিন্ন জাতের আম, কাঁঠাল, আপেল, আঙ্গুর, মালটা, আনারস, ডালিম, ড্রাগন, পেয়ারা, আমড়া, আমলকি, তরমুজ, কলা, আখ ইত্যাদি নানান পদের বাহারি ফল স্থান পায়।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি, জেলা ইমাম সমিতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ব্যক্তিত্ব, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, কক্সবাজার জেলার সকল অসংগতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ও মানবিক সংগঠন ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স সহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশীয় ফলের গুরুত্ব ও পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্থানীয় চাষীদের উৎসাহ দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত সকল অথিতি ও শুভানুধ্যায়ীদের মাঝে মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন এর ব্যবস্থা করা হয়।