কক্সবাজারে ট্রেন ও সিএনজির সং,ঘ,র্ষে নি,হ,ত ৫
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখি রেলের সাথে সিএনজি সংঘর্ষ হয় ঘটনার স্থলে নিহত হয় ৫জন! ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড় যায়!
নিহতদের মধ্যে একজনের আইডি কার্ডে পোকখালী ঠিকানা পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায় কক্সবাজার থেকে ছেড়ে আসা রেলের সাথে সংঘর্ষ হয় ভারুয়াখালী থেকে রশিদ নগর যাওয়া একটি সিএনজির! সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় সিএনজিতে থাকা ৫জন নিহত হয়!নিহতের দেহ টুকরো টুকরো হয়ে যায় যা ১কিলোমিটার দূরে গিয়ে পড়ে!যার কারণে নিহতদের পরিচয় পেতে হিমশিম খেতে হচ্ছে নিহতদের মধ্যে নারি ও শিশুও রয়েছে!