উজানহাটি মনির মিয়ার বাড়িতে আগুনে ৫ টি গরুসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি -
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ
আজ ০১/০৮/২৫ বাদ মাগরিব বানিয়াচং উপজেলাধীন ১৩ নং মন্দরী ইউপির কাউরিয়াকান্দী গ্রামের উজানহাটির মোহাম্মদ মনির মিয়ার বাড়িতে আগুন লেগে ৫টি গরু,মোরগ সহ ঘরবাড়ি পুরে শেষ।
এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানায়। খবর পেয়ে এলাকাবাসী সান্ত্বনা দিতে গেলে তিনি কাঁদতে কাঁদতে বলেন আমার সব শেষ।। আগুন লাগার কারণ জানা যায়নি। ধারনা করা হচ্ছে হয়তো শর্টসার্কেট থেকে বা অন্য কোনভাবে আগুন লাগতে পারে। বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। পরবর্তীতে এর প্রকৃত কারণ জানা যাবে।