ইন্সুরেন্সের নামে প্রতারণা গরিব অসহায় মানুষ নিঃস্ব
মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি, জামালপুর।
জামালপুরের, সরিষাবাড়ী উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নের উচ্চ গ্রামের বাসিন্দা সামাদ মন্ডলের ছেলে খায়রুল আলম।তিনি ছিলেন ৮ নং মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। খাইরুল আলম ওরফে (কালু) ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর নাম ব্যবহার করে বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ৫ ই আগস্ট এর পর তার নিজ এলাকায় ছেড়ে, ১৪ নং দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে।
ভুক্তভোগীরা তার শ্বশুর বাড়িতে গেলে তাদেরকে অকট্য ভাষায় গালিগালাজ করে, হুমকি দেয় ও মারার জন্য তেড়ে আসে। সে নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ময়মনসিংহ বিভাগীয় ব্যরো চীফ এবং নিজেকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে থাকে। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার জন্য এগিয়ে আসলেও তিনি অসম্মতি জানান। একপর্যায়ে রাগান্বিত হয়ে উপস্থিত গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দদেরকে দেখে নেওয়ার হুমকি দেন। ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।