আশুলিয়ায় বিশেষ অভিযানে ছাত্র হত্যা মা,মলা,র আসা,মি,সহ গ্রে,প্তা,র ৯
নাদিম হাসান শিশির,বিশেষ প্রতিনিধি:আশুলিয়া
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে হত্যা মামলার এক এজাহারনামীয় আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোরাই অটোরিকশা এবং বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়। তার আগে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন– আশুলিয়ার কলতাসূতি ঢালীবাড়ী এলাকার জয়নাল আবেদীনের ছেলে, সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মো. সেলিম কবির (৫০)। তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গ্রেপ্তার হয়েছেন কুমকুমারী এলাকার হাজী মোশাররফ মৃধা (৪৮), কুরগাঁও সোসাইটি এলাকার মো. মিলন মিয়া (৪০), চোরাই অটোরিকশাসহ খাগড়াছড়ির মো. আল আমিন (৪৩), লালমনিরহাটের মো. নাহিদ হোসেন (২৭), এবং মাদকসহ কুমিল্লার মো. রহিম (৫০), তার স্ত্রী মোসা. নাসিমা বেগম (৪৫), মো. সেলিম (৪৫) ও মো. আহাদ আহম্মেদ জিসান (২৩)।
পুলিশ জানায়, অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চোরাই যান ও মাদক উদ্ধার করে আরও কয়েকজনকে আটক করা হয়।
ওসি মো. আব্দুল হান্নান বলেন, “আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চোরাই যান ও মাদকও জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”