নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
মোঃ নুর উদ্দিন, জেলা প্রতিনিধি নোয়াখালী।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে শহর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী শহর শাখার সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান,
শহর শাখার সহ সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ নুর উদ্দিন, শহর শাখার সূরা ও কর্মপরিষদের সদস্য মোফাখখার হোসেন নাছিম, শিবিরের চৌমুহনী শহর শাখার সভাপতি মুনাইম হোসেন তাইমিয়া, চৌমুহনী কলেজ শিবির সভাপতি খালেদ সাইফুল্লাহ সেক্রেটারি মোসলেহ উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগেই বিকালে উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে এই ঝটিকা মিছিল হয় রেললাইন থেকে হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়।
পরে ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন, নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। পরে মিছিল থেকে ছাত্রলীগের ৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।