গাজীপুরে নতুন আসন এবং ৩৯ নির্বাচনী আসনের সীমানা পরিবর্তন
মোঃ সোহেল মিয়া
বিভাগীয় ব্যুরো প্রধান ( ঢাকা )
গতকাল ৩১ জুলাই ২০২৫ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী এলাকার সীমা পুনর্নির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর জেলায় একটি নতুন আসন (Gazipur 6) যুক্ত করা হয়েছে এবং বাগেরহাট থেকে একটি আসন বাতিল করা হয়েছে।
ইসির টেকনিক্যাল কমিটি ও ভূগোল বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত করা এই খসড়ায় মোট ৪২টি আসনের পরিবর্তনের প্রস্তাব থাকলেও, চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ৩৯টি আসনের সীমা পরিবর্তনের ক্ষেত্রে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সংবাদ সম্মেলনে বলেন, “জনসংখ্যার গড় ও ভোটার সংখ্যার ভিত্তিতে গড়ে প্রতি আসনে প্রায় ৪ লাখ ২০ হাজার ভোটার রাখার লক্ষ্যেই এই পুনর্বিন্যাস করা হয়েছে।”
৩৯টি আসনের নতুন সীমা
নতুন করে সীমা পরিবর্তন করা
৩৯টি আসনের মধ্যে রয়েছে—
পঞ্চগড় ১, পঞ্চগড় ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১, সিরাজগঞ্জ ২, সাতক্ষীরা ৩, সাতক্ষীরা ৪, শরীয়তপুর ২, শরীয়তপুর ৩, ঢাকা ২, ঢাকা ৩, ঢাকা ৭, ঢাকা ১০, ঢাকা ১৪, ঢাকা ১৯, গাজীপুর ১, গাজীপুর ২, গাজীপুর ৩, গাজীপুর ৫, গাজীপুর ৬, নারায়ণগঞ্জ ৩, নারায়ণগঞ্জ ৪, নারায়ণগঞ্জ ৫, সিলেট ১, সিলেট ৩, ব্রাহ্মণবাড়িয়া ২, ব্রাহ্মণবাড়িয়া ৩, কুমিল্লা ১, কুমিল্লা ২, কুমিল্লা ১০, কুমিল্লা ১১, নোয়াখালী ১, নোয়াখালী ২, নোয়াখালী ৪, নোয়াখালী ৫, চট্টগ্রাম ৭, চট্টগ্রাম ৮, বাগেরহাট ২ ও বাগেরহাট ৩।
এর বাইরে অন্যান্য ২৫০টি আসনের সীমা অপরিবর্তিত থাকবে।
আপত্তি ও শুনানি
ইসি জানিয়েছে, এই খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত আপত্তি ও সুপারিশ জমা নেওয়া হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
আইনগত ভিত্তি
নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয়েছে Delimitation of Constituencies Act, ২০২১ ও সংবিধানের ১১৯ ও ১২৪ অনুচ্ছেদের আলোকে। ইসির মতে, এই পুনর্বিন্যাস প্রশাসনিক ভারসাম্য ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।