“রোদ-বৃষ্টি পেরিয়ে সাভারে এনসিপির জুলাই পদযাত্রার সমাপ্তি, সমাবেশে উদ্দীপ্ত কর্মীদের ঢল”
মোঃ সোহেলমিয়া
ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান
৩০ জুলাই ২০২৫ রোজ বুধবার
মাসব্যাপী দেশব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে সাভারের বাইপাইল মোড়ে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এ কর্মসূচির শেষ দিনের পদযাত্রা ও পথসভা ছিল রাজনৈতিক উত্তাপ ও কর্মীদের উচ্ছ্বাসে ভরপুর।
রোদ-বৃষ্টি ও নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের ৬৪ জেলার বিভিন্ন অঞ্চলে চলা এই পদযাত্রার লক্ষ্য ছিল জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া। কর্মসূচির শেষ দিনে বাইপাইল এলাকায় ভিড় করেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। তারা কর্মসূচির সাফল্য তুলে ধরে বলেন,
“এই পদযাত্রা প্রমাণ করেছে দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়ের সমাজ গড়তে চায়। জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের হাতে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার।”
নাহিদ ইসলাম কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “এ কর্মসূচির কারণে সামান্য যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তবে সকলেই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমরা আশা করছি।”
পদযাত্রা ও পথসভা চলাকালে সামান্য সময়ের জন্য রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে এনসিপির নেতারা দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে নেতাকর্মীরা পদযাত্রা শেষ করে রাজধানীর প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে মহানগর এনসিপি নেতারা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
উপসংহার:
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই মাসব্যাপী পদযাত্রা দলটির তৃণমূল কর্মীদের সক্রিয় করে তুলবে এবং আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থানকে আরও দৃঢ় করতে সাহায্য করবে।