1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সব সময় পাশে থাকবে।। ছাতকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সব সময় পাশে থাকবে।। ছাতকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম

দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্যপন্থী মেধাবী তরুণরা দেশকে পরিবর্তন করার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার সিদ্ধান্ত নিলে আগামী দিনে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন,শিবিরের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ, ইনসাফপূর্ণ সোনার বাংলা গড়া। ছাত্রশিবির আপনাদের হাত ধরে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে চায়।

দেশ ও রাষ্ট্র পরিচালা হয় যেখান থেকে, সেই জায়গা দখল করতে হবে সত্যপন্থি মেধাবীদের। অতিথে যে বিচারক,ডিসি, এসপিরা আসনে বসে জুলুম ও অবিচার করছে, সেই আসনে বসে সুবিচার নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্যপন্থি মেধাবী তরুণরা দেশকে পরিবর্তন করার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার সিদ্ধান্ত নিলে আগামী দিনে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে।

রাশেদুল ইসলাম বলেন,
,দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্যে,  বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ হওয়ার জন্যে এই দেশের ছাত্রসমাজের মাঝে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। তিনি বলেন,
ছাত্রশিবিরের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ, ইনসাফপূর্ণ সোনার বাংলা গড়া। ছাত্রশিবির আপনাদের হাত ধরে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে চায়। মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সব সময় পাশে থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যে মহান রব আমাদের ভালো ফলাফল করার তাওফিক দিয়েছেন, সর্বাবস্থায় তাঁর শুকরিয়া আদায় করতে হবে এবং ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পথচলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পাশাপাশি আমরা যদি সঠিক জীবন গড়র মাধ্যমে আমার রবকে সন্তুষ্ট করতে পারি তাহলে আজকের এই সংবর্ধনা আমাদের জন্য শেষ নয়, কেয়ামতের দিন আমাদের জন্য আরেকটি সংবর্ধনা অপেক্ষা করছে, ইনশাআল্লাহ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জের ছাতক উপজেলা পূর্ব আদর্শ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ছাতক উপজেলা পূর্ব আদর্শ শাখা সভাপতি মাসুদ আহমদ’র সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলাম’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী,গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মুহি উদ্দিন, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ জাকির হোসাইন, সাবেক জেলা সভাপতি
মনিরুজ্জামান পিয়াস,জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক দপ্তর সম্পাদক
আব্দুল আউয়াল,প্রচার সম্পাদক
আব্দুল মমিন, ছাতক পূর্ব আদর্শ শাখার সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসেন,
ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ সভাপতি মতিউর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান,সাবেক ছাতক পূর্ব সেক্রেটারি মোসাদ্দেক হোসেন চৌধুরী ,সাবেক ছাত্র নেতা এস এম জিতু মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ এবং সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদানের পাশাপাশি সার্টিফিকেট ও বই খাতা প্রদান করা হয়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট