মুকসুদপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫- ২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লা, উপজেলা আইসিটি অফিসার মোঃ আঃ বাতেন, সহকারী প্রকৌশলী মোঃ ওলিউল্লাহ সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২০০ শত ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেকের মাঝে ১৪.৪০০ কেজি করে শুকনা খাবার বিতরণ করা হয়।