নগরকান্দায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
মো:রিপন হোসেন
জেলা প্রতিনিধি
ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ১১৩ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩,৩৯,০০০ টাকা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩১ জুলাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। আমরা চাই, এই সহায়তা তাদের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা হলেও সহায়ক হবে।”
স্থানীয়রা সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।