1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

চকরিয়ার আওয়ামী দোসর বলে মিথ্যা প্রচারের প্রতিবাদে মামুনুর রশিদের সংবাদ সম্মেলন

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

চকরিয়ার আওয়ামী দোসর বলে মিথ্যা প্রচারের প্রতিবাদে মামুনুর রশিদের সংবাদ সম্মেলন

মোঃ আবদুল্লাহ আল-মামুন (ক্রাইম রিপোর্টার)

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহবায়ক মামুনুর রশিদের মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) রত ১০টায় চকরিয়া পৌরসভার রেড চিলি রেস্টুরেন্ট এর হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ বলেন, “আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ,পরীক্ষিত কর্মী ও ইউনিয়ন পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। দলের অসময়ে বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রাম থেকে আরম্ভ করে বিভিন্নভাবে দলকে সহযোগিতা করেছি বলে বিগত আওয়ামী পিরিয়ডে, তৎকালীন এমপি জাফরের হাতে একাধিকবার হেনস্ত ও আক্রমণের শিকার হয়েছিলাম । যা এলাকাবাসির অবগত থাকার পাশাপাশি গঠনাগুলির প্রমাণাদি আমার কাছেও সংরক্ষিত রয়েছে । অথচ কিছু কুচক্রী মহল আমার রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে আমাকে ‘আওয়ামী দোসর’ বলে অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্ররোচিত।”

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি মাঠে থেকেছি, ঝুঁকি নিয়েও দলের পক্ষে কাজ করেছি। আজ আমার এই রাজনৈতিক অবস্থানকে দুর্বল করার জন্যই এই ষড়যন্ত্র চলছে।”

সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সাংবাদিক সমাজের সহানুভূতি ও সহায়তা কামনা করেন। একই সঙ্গে তিনি এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা মামুনুর রশিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট