গফরগাঁও পাগলা থানা উস্তি ইউনিয়ন যৌ,তু,কের দাবিতে স্ত্রী,কে কুপি,য়ে জখ,ম, স্বামী ও দেবরদের বি,রু,দ্ধে অভি,,যোগ
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল
গফরগাঁও, ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও তার ভাইদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী স্ত্রীকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উস্তি গ্রামের সোহেল ও তার ভাই জুয়েল ও এমদাতের বিরুদ্ধে এই নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে। প্রায় আট বছর আগে সোহেলের সঙ্গে সাবিনার বিবাহ হয়। তিন সন্তানের জননী সাবিনা দীর্ঘদিন ধরে স্বামী সোহেল ও তার পরিবারের সদস্যদের যৌতুকের চাপ ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। সংসার রক্ষার জন্য সাবিনার পরিবার স্বেচ্ছায় পাঁচ লক্ষ টাকা প্রদান করলেও তা থেমে থাকেনি।
সম্প্রতি সোহেল পুনরায় তিন লক্ষ টাকা যৌতুক দাবি করলে সাবিনা অপারগতা প্রকাশ করেন। এর জের ধরেই গত ২৯ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে সোহেল সাবিনার উপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপ দিলে সাবিনা আত্মরক্ষার্থে হাত তুলে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার নাক ও হাতে মারাত্মক জখম হয়। এসময় সোহেলের ভাইয়েরাও সাবিনার উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে পিঠ, হাত ও পায়ে নীলাফুলা জখম করে।
খবর পেয়ে সাবিনার বোন স্বপ্না আহত অবস্থায় তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় স্বপ্না পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম দৈনিক প্রভাতী বাংলাদেশকে
জানান “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”