1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বুধবার (৩০ জুলাই) সারাদিনব্যাপী বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন। 

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বুধবার (৩০ জুলাই) সারাদিনব্যাপী বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি পালন।

উপজেলা প্রতিনিধি, নয়ন ফারাজী, উলিপুর, কুড়িগ্রাম

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

মধ্য কাঁঠালবাড়ি স্বার্বজনীন দুর্গা মন্দিরে শিশুদের ধর্মীয় শিক্ষায় আগ্রহ বাড়াতে মন্দির ভিত্তিক ৩০ জন শিক্ষার্থীর জন্য প্রতিদিন বিস্কুট সরবরাহের আশ্বাস দেন তিনি, যা বিদ্যালয়ের কার্যদিবস অনুযায়ী চালু থাকবে।

ভানু মাস্টারের বাড়ি গ্রামের একটি শ্মশানে যাতায়াতের রাস্তা না থাকায় সেখানে রাস্তা নির্মাণ ও শ্মশানের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়, গুনাইগাছ ডিগ্রি কলেজ ও মেধা বিকাশ কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।

চর বজরা পূর্বপাড়া জামে মসজিদে একটি মাইক প্রদান করেন এবং একই সাথে মসজিদের মেঝে পাকা করণের আশ্বাস দেন তিনি। একই এলাকার যুব ক্লাবের উদ্যোগে ও তাঁর সহযোগিতায় ২৫টি নদীভাঙনকবলিত পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

এর আগে কেবলকৃষ্ণ গ্রামের মোরশেদা বেগমের বসতঘর আগুনে পুড়ে গেলে তিনি তাকে সহায়তা হিসেবে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করেন।

শেষে বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণকালে সাধারণ মানুষ আব্দুস সোবহানকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, উলিপুর উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জাতীয় পার্টির উলিপুর-৩ আসনের মনোনীত এই প্রার্থী আরও জানান, আগামী দিনগুলোতেও তিনি জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট