1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

“কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে বুকে লালন করে পথচলা ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমবাগস্থ শাহ্ মোস্তফা (রহ.) পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি এস এম জায়েদ রেজা এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন আহমেদ।

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সোহান ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার ময়নুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. হাবিবুর রহমান (মুকুল)। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম ওলীউর রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক হাসান সানি দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, সহ-সভাপতি মাওলানা শফিকুল হাসান রেজভী, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ আবুল কালাম খান, মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মোঃ সালেহ আহমদ, ইসলামিক যুব ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা শফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক হাফেজ আলাউদ্দিন সাইফি।

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক জাকির হোসেন সাকিব এর সঞ্চালনায় সংগঠনের জেলা সহ-সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ, হিযবুর রাসূল (দ.) সহ ইসলামী ছাত্রসেনার জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ মুজাহিদুল ইসলামকে সভাপতি, ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক, জাকির হোসেন সাকিবকে সাংগঠনিক সম্পাদক ও জাবির হোসেনকে কোষাধ্যক্ষ করে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা ২০২৫-২০২৭ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম ওলীউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট